Cvoice24.com

চট্টগ্রামে পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৮ নভেম্বর ২০২২
চট্টগ্রামে পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগ

ভালো ফলাফলে উচ্ছসিত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৫৯ শতাংশ কম। মানবিক বিভাগের শিক্ষার্থীদের পেছনে ফেলে এবার পাসের হারে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। যদিও এবার সব বিভাগেই পাসের হার কমেছে।

বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ যা গতবার ছিল ৯৬ দশমিক ৮২ শতাংশ। গতবারের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। এবার ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ যা গতবছর ছিল ৯২ শতাংশ। এখানেও আগের বারের তুলনায় প্রায় ১ শতাংশ কমেছে। একইসঙ্গে মানবিক বিভাগে এবারের পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ যা গতবার ছিল ৯৭ দশমিক ৮২ শতাংশ। গতবারের তুলনায় মানবিকে পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৫ শতাংশ। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত এসএসসি'র ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

যদিও এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কম ছিল। কিন্তু বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এর সংখ্যাও অন্য বিভাগের তুলনায় অনেক বেশি। মোট জিপিএ ৫ এর এক-চতুর্থাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। মোট জিপিএ ৫ এর মধ্যে ১৪ হাজার ৫২৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এরমধ্যে ৬ হাজার ৭৩৫ জন ছাত্র এবং ৭ হাজার ৭৯০ জন ছাত্রী। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ৩০ হাজার ৩৫৬ জন। এদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৭১ জন এবং ছাত্রী ১৫ হাজার ২৮৫ জন। মোট পাস করে ২৯ হাজার ৩৮৯ জন। 

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি থাকলেও সার্বিক ফলাফলে পাসের হারে বিজ্ঞান বিভাগের তুলনায় কিছুটা কম তবে মানবিক বিভাগের তুলনায় বেশি। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেয় ৫৯ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। এদের মধ্যে ২৯ হাজার ৬৫১ জন ছাত্র এবং ২৫ হাজার ২০ জন ছাত্রী পাস করেছে। গতবারের তুলনায় ব্যবসায় শিক্ষা বিভাগেও জিপিএ ৫ বেড়েছে। মোট জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬৬৩ জন। যা গতবারের তুলনায় প্রায় আড়াই হাজার বেশি। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্র ৯৭৭ জন এবং ছাত্রী ২ হাজার ৬৮৬ জন।

তবে সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৮ হাজার ৩০৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করে ৪৫ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ১৫ হাজার ১৫১ জন ছাত্র এবং ৩০ হাজার ৮০২ জন ছাত্রী। মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে মোট ৪৭৬ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্র সংখ্যা ৬৩ জন এবং ছাত্রী সংখ্যা ৪১৩ জন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়য়ণ চন্দ্র নাথ বলেন, ‘গত দুই বছরের তুলনায় এবার সার্বিকভাবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফল ভালো। পাসের হার কমলেও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাটা আগের চেয়ে প্রায় দেড় গুণ বেশি বেড়েছে। তবে ইংরেজিতে ভালো রেজাল্ট হলে সার্বিকভাবে অন্য বোর্ডকে টপকাতে পারতো চট্টগ্রাম বোর্ড।’

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ১১২ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ যা গত বছরের তুলনায় ২ দশমিক ৮১ শতাংশ কম। ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কম। এবার জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন যা গতবারের তুলনায় ৫ হাজার ৮৭৩ জন বেশি। 

সিভয়েস/এসআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়