Cvoice24.com

জিপিএ-৫ এ সেরা দশের তালিকায় যারা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ২৮ নভেম্বর ২০২২
জিপিএ-৫ এ সেরা দশের তালিকায় যারা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ ৫ এর দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। টানা পাঁচ বছর যেখানে শতভাগ পাস এবং জিপিএ ৫ এর দিকে এগিয়ে সেরার তালিকায় জায়গা থাকত, এবার সেখানে শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে গিয়ে জায়গা করে দিয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়কে। তবে জিপিএ ৫ এর দিকে সেরা তালিকায় নিজেদের আসন ধরে রেখেছে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। 

কলেজিয়েট স্কুল থেকে ৪৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। যার কারণে শতভাগ পাসের তালিকা থেকে সরে যায় কলেজিয়েট স্কুল। তবে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়ে এবং ৯৯ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৮৩ জন পরীক্ষার্থী। 

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪৬৬ জন। সেরা তালিকায় এ স্কুল রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। যদিও এ স্কুল শতভাগ পাসের শীর্ষে রয়েছে। তাদের ৬১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫০১ জন। 

মুসলিম হাই স্কুলের ৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৬২ জন এবং ৪৪০ জন পেয়েছে জিপিএ ৫। জিপিএ ৫ এর দিকে এ স্কুল রয়েছে চতুর্থ অবস্থানে। জিপিএ ৫ এর দিকে পঞ্চম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ২২৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪২১ জন। তারা রয়েছে সেরা তালিকায় ষষ্ঠ অবস্থানে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪৪ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়ে সেরার তালিকায় তারা রয়েছে সপ্তম অবস্থানে। 

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৫১ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সেরা তালিকায় তারা রয়েছে অষ্টম অবস্থানে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে সেরার তালিকায় রয়েছে নবম অবস্থানে। জিপিএ ৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে ইস্পাহনি পাবলিক স্কুল এন্ড কলেজ। তাদের অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন।

সিভয়েস/এসআর

 

সর্বশেষ

পাঠকপ্রিয়