Cvoice24.com

চট্টগ্রামে তিন এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রামে তিন এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে চট্টগ্রামে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির তিন কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন— নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, মহেশখালী উপজেলার সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ ও রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রের।

এদিন রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পরীক্ষায় ১১২টি কেন্দ্রে ৬৬ হাজার ৫৯৮ জন অংশ নিয়েছেন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫০০ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চট্টগ্রামে ৩৩৬ জন, কক্সবাজারে ৮৪, রাঙামাটিতে ২৩ জন এবং খাগড়াছড়িতে ৩৬ জন, বান্দরবানে ২১ জন অনুপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: