Cvoice24.com

সিআইইউর ইনডোর স্পোর্টস ডে অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সিআইইউর ইনডোর স্পোর্টস ডে অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই

সিআইইউর ইংলিশ ক্লাব আয়োজিত ‘ইনডোর স্পোর্টস ডে ২০২৩’ প্রতিযোগিতায় শিক্ষকদের সঙ্গে বিজয়ীরা।

টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ‘ইনডোর স্পোর্টস ডে ২০২৩’। সম্প্রতি সিআইইউর ইংলিশ ক্লাবে শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়তি আনন্দের মাত্রা তৈরি করে। 

আয়োজকরা জানান, বছরজুড়েই সিআইইউর ইংরেজি বিভাগে লেগে থাকে ক্লাস-পরীক্ষা। পাঠ্যবইয়ের বাইরে এই ধরণের সৃষ্টিশীল কর্মকাণ্ড তাদের ভালো কাজের অনুপ্রেরণা দেয়। এবারও প্রতিযোগিতাটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছিল উন্মাদনা। ছিল ফেসবুকে মাতামাতি। 

প্রতিযোগিতায় ছেলেদের শাখায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন— টেবিল টেনিসে দ্বৈত তাশফিক ও নাঈম (চ্যাম্পিয়ন) এবং নিহাব ও রাইয়ান (রানার আপ), এককে মাশফি (চ্যাম্পিয়ন) এবং তাশফিক (রানার আপ) এবং দাবাতে নিহাল (চ্যাম্পিয়ন)। 

ছেলেদের পাশাপাশি প্রতিযোগিতায় নজর কেড়েছেন মেয়েরাও। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন তাহা এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ইফতি। পাশাপাশি লুডুতে পুস্পিতা ও হুমায়রা জুটি চ্যাম্পিয়ন এবং তৃষা ও সাদিয়া জুটি হয়েছেন রানার আপ।

ক্যারামে শিক্ষার্থী শাফাত ও সাকিবের (চ্যাম্পিয়ন) কাছে পরাজিত হয়ে আলোচনায় চলে আসেন ইংরেজি অনুষদের ডিন ড. শাহ আহমেদ ও বিভাগের প্রধান কাজী সাইফুল আসপিয়া। লুডুতে অবশ্য চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগের প্রভাষক সানজিদা আফরীণ  এবং রানার আপ হয়েছেন রাশেদা ফেরদৌস।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: