Cvoice24.com

সবচেয়ে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:২৮, ১২ মে ২০২৪
সবচেয়ে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার, জিপিএ-৫— এ সবচেয়ে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ৯৪ দশমিক ৫২ শতাংশ পাসের হার আর মোট জিপিএ ৫ এর এক-চতুর্থাংশ নিয়ে অন্যান্য সব বিভাগকে পেছনে ফেলেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। 

বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ যা গতবার ছিল ৯৩ দশমিক ৮৪ শতাংশ। গতবারের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। এবার ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৮৪ দশমিক ১১ শতাংশ যা গতবছর ছিল ৮২ দশমিক শূন্য ৬ শতাংশ। এখানেও পাসের হার বেড়েছে ২ দশমিক শূন্য ৫ শতাংশ। একইসঙ্গে মানবিক বিভাগে এবারের পাসের হার ৭৩ দশমিক ২৩ শতাংশ যা গতবার ছিল ৬৫ দশমিক ৪১ শতাংশ। গতবারের তুলনায় মানবিকেও পাসের হার বেড়েছে ৭ দশমিক ৮২ শতাংশ।

রোববার (১২ মে) দুপুরে প্রকাশিত এসএসসি'র ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

যদিও এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেশি ছিল। কিন্তু বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এর সংখ্যাও অন্য বিভাগের তুলনায় অনেক বেশি। মোট জিপিএ ৫ এর এক-চতুর্থাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। মোট জিপিএ ৫ এর মধ্যে ৯ হাজার ৫৮৯ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এরমধ্যে ৪ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৪ হাজার ৮৩৪ জন ছাত্রী। 

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ৩৫ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে ছাত্র ১৬ হাজার ৭৯০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৬৪৫ জন। মোট পাস করে ৩৩ হাজার ৪৯২ জন। 

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি থাকলেও সার্বিক ফলাফলে পাসের হারে বিজ্ঞান বিভাগের তুলনায় কিছুটা কম তবে মানবিক বিভাগের তুলনায় বেশি। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেয় ৫৮ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাসের হার ৮৪ দশমিক ১১ শতাংশ। এদের মধ্যে ২৫ হাজার ১৫৮ জন ছাত্র এবং ২৩ হাজার ৮৬৭ জন ছাত্রী পাস করেছে। 

সব বিভাগের মতো এবার ব্যবসায় শিক্ষা বিভাগেও জিপিএ ৫ কমেছে। এবার ব্যবসায় শিক্ষা বিভাগে মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্র ৩০২ জন এবং ছাত্রী ৭৯৫ জন।

তবে সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৩০১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করে ৩৭ হাজার ৫৭০ জন। যার মধ্যে ১১ হাজার ২৫৬ জন ছাত্র এবং ২৬ হাজার ৩১৪ জন ছাত্রী। এবার মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে মোট ১৩৭ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্র সংখ্যা ১৬ জন এবং ছাত্রী সংখ্যা ১২১ জন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, ‘পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ায় এবছর আমাদের বোর্ডের ফল আশানুরুপ হয়েছে। যদিও জিপিএ ৫ কিছুটা কমেছে। তবে কোভিড পরবর্তী হিসেবে উল্লেখযোগ্য হারে কমেনি। তবে এ কমার পেছনে গণিত এবং উচ্চতর গণিতের কিছুটা প্রভাব রয়েছে বলে মনে করি। এছাড়াও শিক্ষার্থীদের প্রস্তুতিও একটা বিষয়। যদি প্রস্তুতিতে ঘাটতি থেকে থাকে সেটাও একটা কারণ হতে পারে।’

এদিকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার গতবারের তুলনায়  ৪ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। এবারের পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। 

তবে গতবারের তুলনায় কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা। এবার জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৮২৩ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৭৩ জন এবং ছাত্রী ৫ হাজার ৭৫০ জন। যেখানে গতবার জিপিএ ৫ পায় ১১ হাজার ৪৫০ জন। গতবারের তুলনায় এবার জিপিএ ৫ কমেছে ৬২৭ জনের। 
 
এ বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৭ দশমিক ০৬ শতাংশ। মহানগর বাদে জেলায় পাশের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৭২ দশমিক ৭২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ এবং বান্দরবান জেলায় ৭২ দশমিক ৭০ শতাংশ।