Cvoice24.com

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্ট এখন জামালখানে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ৩ আগস্ট ২০২৪
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্ট এখন জামালখানে

বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্ট হিসেবে যাত্রা শুরু করেছে এসআইজি ওভারসিজ চিটাগং। এখন থেকে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থী ও অন্যরা এসআইজি ওভারসিজ চিটাগং-এর জামাল খান অফিসে রেজিস্ট্রেশনের সেবাটি গ্রহণ করতে পারবেন। 

একই সঙ্গে আইইএলটিএস পরীক্ষার তারিখ, সময় ও ফি জানা এবং অনলাইনে বা ব্যাংকে টাকা জমাদানসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে সহযোগিতা ও পরামর্শ দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রবীর বড়ুয়া। 

তিনি জানান, প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আর প্রায় দেশে উচ্চ শিক্ষা লাভের জন্য ইংরেজি জানার দক্ষতা হিসেবে প্রথম ও প্রধান শর্ত হলো আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর থাকা। এক্ষেত্রে, প্রায় শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠান হিসেবে ব্রিটিশ কাউন্সিলকে অগ্রাধিকার দিয়ে থাকে। 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ৫ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শ দিয়ে থাকে এসআইজি ওভারসিজ চিটাগং। এছাড়া প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চ শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন, সিভি ও এসওপি তৈরিতেও শিক্ষার্থীদের পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: