ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ
সিভয়েস২৪ ডেস্ক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’-এর জন্য নিয়োগপ্রাপ্ত ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন।
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালে ড. ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। তিনি ছয় বছর দায়িত্ব পালন করেন।
সরকারের পট পরিবর্তনের পর গত ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ। ২০২৩ সালের ২৮ মে থেকে তিনি ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।