Cvoice24.com

এবার বাতিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১ অক্টোবর ২০২৪
এবার বাতিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা

এবার বাতিল করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে বাতিল্কৃত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৪ অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে। 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান,  দুই ধাপে অনুষ্ঠিত হওয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার প্রথম ধাপের ফলাফল এরই মধ্যে তৈরি হয়ে আছে। ফলে প্রথম পার্টকে ভিত্তি ধরে ফলাফল  প্রকাশে সমস্যা হবে না। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: