নতুন চুয়েট ভিসি অধ্যাপক মতিন ভুঁইয়া
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। তিনি চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।
বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চুয়েটের ষষ্ঠ ভিসি হিসেবে আজই তিনি যোগ দিয়েছেন বলে চুয়েটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া সর্বশেষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া তৎকালীন বিআইটি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি (ইউটিএম) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৯৬ সালের অক্টোবরে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি একই বিভাগে ২০০০ সালের ফেব্রুয়ারিতে সহকারী অধ্যাপক, ২০১২ সালের জানুয়ারিতে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের জুনে অধ্যাপক হিসেবে যোগ দেন।