Cvoice24.com

তৃতীয়ধাপে ফলপ্রকাশ
প্রাথমিকে চূড়ান্ত নিয়োগ পেলেন চট্টগ্রামের ৮১২ জন

ডেস্ক নিউজ, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:৪৭, ৩১ অক্টোবর ২০২৪
প্রাথমিকে চূড়ান্ত নিয়োগ পেলেন চট্টগ্রামের ৮১২ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে চট্টগ্রাম জেলার ৮১২ জন এবং কক্সবাজার থেকে ১৮৫ জন নিয়োগ পেয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: