শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হলেন ইদ্রিস মিয়া
সিভয়েস২৪ ডেস্ক
পটিয়া শাহ্চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া।
৩১ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো: আইউব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত করা হয়।
এ বিষয়ে ইদ্রিস মিয়া বলেন, ‘হযরত শাহ্চান্দ আউলিয়ার মত একজন অলির নামে প্রতিষ্ঠিত ও স্মৃতিবিজড়িত মাদ্রাসার এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার নিজ গ্রাম ছাড়াও পটিয়ার আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। এ প্রতিষ্ঠানেও সেবার মাধ্যমে আল্লাহ-রাসুল ও আউলিয়াকেরামের সন্তুষ্টি ও সুহবত লাভ করতে চাই। আল্লাহ্ আমার এ উদ্দেশ্য কবুল করবে ইনশাআল্লাহ। আমি এজন্য সবার সহযোগিতা চাই।’