পাঁচদিন আগে ফের পদত্যাগপত্র দিয়েছিলেন হাজেরা তজুর সেই শিক্ষক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের হাজেরা-তজু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এসএম আইয়ুব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কোচিংয়ে শিক্ষার্থীদের পড়ানোর সময় অসুস্থতাবোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর পাঁচদিন আগে গত সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে ফের অধ্যক্ষের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে। তবে এডহক কমিটির মিটিং না হওয়ায় এখনো সেটি এখনো গৃহীত হয়নি। এর আগে ২৪ সেপ্টেম্বর সরকার পতনের পর শিক্ষার্থীরা কলেজে অবরুদ্ধ করে তার কাছ থেকে পদত্যাগপত্র আদায় করেন। কিন্তু সেটিও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়নি বলে জানা গেছে। একই দিন তিনি ছাড়াও কলেজের আরও ৩ শিক্ষককে বরখাস্ত করতে বাধ্য করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর অবরুদ্ধ করা শিক্ষার্থীরা তাকে হত্যার হুমকি দিলে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি আর কলেজ যাননি।
ওই ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এস এম আইয়ুব মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন হাজেরা-তজু ডিগ্রি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাশ।
ঘটনা প্রসঙ্গে তিনি সিভয়েস২৪’কে বলেন, ‘উনাকে সেদিন ওরা (বহিরাগত) জোর করে পদত্যাগ পত্র নিয়েছে। ওটা বৈধ না। উনি ৮ মাস পরে অবসরে যাওয়ার কথা ছিল। উনার ১৫ দিন পরে আমারও অবসরে যাওয়ার কথা। কিন্তু তার আগেই উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনদিন আগেই তিনি সস্ত্রীক আমাকে দেখতে এসে বলেছিলেন যে তিনি মানসিকভাবে বিপর্যন্ত।’
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাশ বলেন, ‘আমি নিজেই সেদিন পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু আমার পদত্যাগপত্র নেয়া হয়নি। উনাকে বাধ্য করেছে ওরা। উনি খুব ভালো শিক্ষক ছিলেন। উনার কোনো বিকল্প নেই। দুঃখ লাগছে ৩৪ বছর ছেলেমেয়েদের পড়িয়ে আজ এইদিন দেখতে হলো।’
মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এস এম আইয়ুবের ছেলে শেফায়েত খান এ বিষয়ে কথা বলতে রাজি হননি।