মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের বর্ষপূর্তি উদযাপন
সিভয়েস২৪ ডেস্ক
কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের চকবাজারে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ শর্টকোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক জাকির হোসেন স্বপন, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম উদ্দিন, সাংবাদিক প্রবীর বড়ুয়া, সাইবার সিকিউরিটি এক্সপার্ট সাফ্ফাত আহম্মদ খান, স্টুডেন্ট ফেয়ার-এর সভাপতি মো. জামাল উদ্দিন, প্রশিক্ষক শুভ দে ও মো. বাহার উল্লাহ প্রমুখ।
এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শওকত হোসেন সুমন, জাবের হোসেন, তানিয়া শীল পূজা।
সভায় অতিথিরা বলেন, সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি শিক্ষায় দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে। ধৈর্য্য সহকারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুললে জীবনে সাফল্য আসবেই।
অনুষ্ঠানে মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ২৮ জনকে সম্পূর্ণ বিনা ফি এবং ২৮ জনকে অর্ধেক ফি’তে মাইক্রোসফট অফিস কোর্সের জন্য নির্বাচিত করা হয়।