Cvoice24.com

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
‘বার্ধক্যজনিত’ কারণে পদত্যাগ করলেন ড. অনুপম সেন

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৭ ডিসেম্বর ২০২৪
‘বার্ধক্যজনিত’ কারণে পদত্যাগ করলেন ড. অনুপম সেন

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বজন শ্রদ্ধেয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন উপ–উপাচার্য প্রফেসর কাজী শামীম সুলতানা, কোষাধ্যক্ষ প্রফেসর তৌফিক সাঈদ, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী এবং ছাত্রকল্যাণ ও এইচআর পরিচালক খুরশিদুর রহমানও। 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, ‘বার্ধক্যজনিত কারণ দেখিয়ে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন উপ–উপাচার্য ও ট্রেজারার।'

উল্লেখ্য, দুদিন ধরে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজনের পদত্যাগ দাবিতে আন্দোলন করেছেন কিছু শিক্ষার্থী। এ নিয়ে বুধবার থেকে জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড়ের তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করা হয়। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকিলিপিও দেন তারা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: