Cvoice24.com

ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৪৫, ২১ ডিসেম্বর ২০২৪
ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা ২৪’ শনিবার (২১ ডিসেম্বর) সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কুল-মাদরাসার ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যাপক নূ ক ম আকবর, অধ্যাপক আরিফুল ইসলাম, ডালিম বড়ুয়া, জয়সেন ভিক্ষু, এনামুল হক ছিদ্দিকী, মাস্টার আবুল হোসেন, আলমগীর ইসলাম বঈদী, কাজী আসিফ আশরাফী, শহীদুল ইসলাম, মাওলানা এনামুল হক, ব্যাংকার মহিউদ্দীন কাদেরী, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, আমির হোসেন সোহেল, মঈনুদ্দিন মোর্শেদ প্রমুখ।

ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক মুহাম্মদ শামিমুল ইসলাম চৌধুরী, সাজ্জাদুর রহমান সাব্বির, সাকিব রেজা, মুহাম্মদ মহিউদ্দিন সায়েম, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ শাহীন রেজা, মুহাম্মদ সিয়াম রেজা, মুহাম্মদ নাঈমুল হক, হাফেয মনিরুল ইসলাম, আমজাদ হোসাইন। ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তির সদস্য, হাফেজ মুহাম্মদ রিয়াজ, ওবাইদুল মুন্তাসীর, আকিল সামি, আতিহার হোসাইন, মোবারক হোসেন, হামিদ প্রমুখ পরীক্ষা পরিচালনা করেন। 

পরিদর্শন শেষে অতিথিরা বলেন, ‘শিশু-কিশোরদের আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা রাখবে ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি। নগরের স্কুল-মাদ্রাসার দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০০ এর অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।