‘সরকারি স্কুলে ভর্তিতে লটারি নয়, মেধার মূল্যায়ন চাই’
সিভয়েস২৪ প্রতিবেদক

সরকারি স্কুলে লটারিভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধারভিত্তিতে ভর্তি প্রক্রিয়ার দাবি জানিয়েছে ‘সংস্কার মঞ্চ, চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দাবি জানানো হয়।
কলেজিয়েট ’১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ মুস্তাফিজ শামীম বলেন, ‘আমরা কখনো চাই না স্কুলে মেধাকে অবমূল্যায়ন করে লটারি বা জুয়ার মতো বাজে জিনিসকে জায়গা দেওয়া হোক। আমরা সকলেই জানি এসব স্কুলে পড়তে তেমন একটা খরচ করতে হয় না। আর যারা মেধাবী আছে, তারা গর্বের সাথে বলতে পারে আমরা কলেজিয়েটে পড়ছি বা মুসলিম হাই অথবা নাসিরাবাদে পড়ছি। আর এ স্কুলগুলো এক্সট্রা কারিকুলার এক্টিভিটির দিক দিয়ে বা ডিভেট করা বা অলিম্পিয়াডের দিক দিয়ে, সবকিছুতেই এগিয়ে আছে। এগুলোতে মেধাবীরাই সবসময় সুযোগ পেতো। এখনের যে অবস্থা, সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। আগে একটা স্কুলে কে ম্যাথ অলিম্পিয়াড দিবে, সেজন্য স্যাররা কষ্টে পড়ে যেতেন। এখন দেখা যাচ্ছে, বার্ষিক পরীক্ষাতে সেসব স্কুলের স্টুডেন্টরা ম্যাথে পাস করতে পারছে না। একটা ঐতিহ্যবাহী স্কুল কিভাবে মেনে নিবে!’
তিনি আরও বলেন, ‘লটারির নামে টাকা দিয়ে ট্রান্সফার করে বড় বড় অফিসার ও বিত্তশালীদের ভর্তির সুযোগ করে দিচ্ছে। তাহলে মেধাবীরা কি দোষ করেছে, সেটার কি উত্তর দিবেন? নাম বলছি না। আমার এক বন্ধু রাজশাহী মেডিক্যালে পড়ে। তার ছোট বোন খাস্তগীর স্কুলে। যে স্কুলে প্রীতিলতা ওয়াদ্দেদার পড়েছেন। অথচ সেই শিক্ষার্থী ক্লাস ফাইভে পড়ে, বাংলা বলতে পারে না, লিখতে পারে না, অংক করতে পারে না। এমন অবস্থা হলে হয় স্কুল রাখেন না হয় স্টুডেন্ট ভালো নেন।’
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই এ লটারি ব্যবস্থা অনতিবিলম্বে বাতিল করা হোক। এবং এ লটারি ব্যবস্থার নাম-চিহ্ন যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান না হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। লটারির মাধ্যমে সে-ই মেরুদণ্ডকে কতটুকু মূল্যায়ন করছেন। আমাদের এই মেরুদণ্ড কি সুন্দর ও আদর্শ জাতি গড়তে ভূমিকা রাখবে? উত্তর হচ্ছে- না। তাই আমরা চাই, এ লটারি ব্যবস্থার বিলুপ্তি ঘটুক। এ ভর্তি ব্যবস্থা মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমরা একটি সুন্দর জাতি গড়তে ব্যর্থ হবো।
শিক্ষা সব খবর