প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আপাতত রেজিস্ট্রারের ঘাড়ে
সিভয়েস২৪ প্রতিবেদক
![প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আপাতত রেজিস্ট্রারের ঘাড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আপাতত রেজিস্ট্রারের ঘাড়ে](https://www.cvoice24.com/media/imgAll/2022September/Untitled-1-copy-2501021329.jpg)
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করায় প্রায় এক মাস ধরে শূন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ। এসব পদে নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পড়েছে রেজিস্ট্রারের ঘাড়ে। গত ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার (২ জানুয়ারি)।
মন্ত্রণালয়ের উপসচিব মোছা রোকসানা বেগম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার পদত্যাগ করায় উক্ত পদসমূহে নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রার মো. ইফতেখার মনিরকে দায়িত্ব প্রদান করা হলো। ভাইস-চ্যান্সেলর বা প্রো-ভাইস চ্যান্সেলর বা ট্রেজারার নিয়োগের সাথে সাথে এ দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’
এর আগে ১০ ডিসেম্বর উপাচার্যসহ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ তিনজন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে স্থবিরতা সৃষ্টি হওয়ায় মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী। পরে বিশ্ববিদ্যালয়টি বেআইনি ও অবৈধভাবে দখল করার অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় চসিক।
ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মালিকানা সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে ৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, উপ–উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেন।