Cvoice24.com

তিনবার এসএসসিতে ফেল করলেন চঞ্চল চৌধুরীর

প্রকাশিত: ০৫:৩৪, ৮ মে ২০১৮
 তিনবার এসএসসিতে ফেল করলেন চঞ্চল চৌধুরীর

টানা তিনবার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তবে ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। যেখানে দেখা যাবে, তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারও বসেছেন পরীক্ষার হলে। এমন গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

নাটকটি নিয়ে পরিচালক জানান, কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। পুরো শুটিং হয়েছে ঢাকার অদূরে পূবাইলে।

হিমু আকরাম আরও বলেন, ‘আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।’

এতে চঞ্চল চৌধুরী-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ।

আজ থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে নাটকটি দেখা যাবে আরটিভিতে।

সিভয়েস/এএইচ

90

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়