Cvoice24.com

যুক্তরাষ্ট্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘ট্রানজিট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১৯ জুন ২০২১
যুক্তরাষ্ট্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘ট্রানজিট’

যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘এলএ শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’। আগামী ১ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এবারের উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের শর্ট ফিল্ম ‘ট্রানজিট’।

এর আগে শর্ট ফিল্মটি যুক্তরাজ্যের ‘এঙ্কাউন্টারস চলচ্চিত্র উৎসব’ এবং ফ্রান্সের ‘ক্লেরমন-ফেরাঁ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়। এছাড়াও গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শর্ট ফিল্মটি মূল প্রতিযোগিতায় অংশ নেয়।

ঢাকা শহরের একজন সাধারণ সংগ্রামী মানুষের গল্প উঠে এসেছে এই শর্ট ফিল্মে। যে পেশায় একজন হকার, প্রতিদিন সংগ্রাম করে জীবনে টিকে থাকার লড়াইয়ে। তার স্বপ্ন একটাই, উন্নত জীবনের জন্য ইতালি যাওয়া। ইতালির ভিসার জন্য অপেক্ষা করতে থাকেন সে। এর মাঝে ঘটতে থাকে নানা ঘটনা। দেখা দেয় জীবনের টানাপড়েন।

শর্ট ফিল্ম ‘ট্রানজিট’র পরিচালক আরিক আনাম খান। ফিল্মটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। অন্যান্য চরিত্রে রয়েছেন শারমীন আঁখি, বৈদ্য নাথ সাহা প্রমুখ।

আরিম আনাম খান বলেন, ‌‘এবার লস আঞ্জেলেস, হলিউডে প্রদর্শিত হতে যাচ্ছে আমার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’। এটা আমার জন্য অনেক সম্মানের। আমার বিশ্বাস সেখানকার দর্শক কাজটি দেখে পছন্দ করবেন। সেখানে আমাদের দেশের মুখও উজ্জ্বল হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়