Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

শেষ না দেখে ছাড়ছি না— বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২২ জুন ২০২১
শেষ না দেখে ছাড়ছি না— বললেন পরীমনি

অভিনেত্রী পরীমনি

অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে উল্লেখ করে পরীমনি বলেছেন, ‌‘ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।’

এ অভিনেত্রীর দৃঢ় বিশ্বাস, এই মামলায় তিনি ন্যায়বিচার পাবেন। এই মামলার সুন্দর একটা সমাপ্তি দেখতে চান তিনি। পরীমনি বলেন, ‘শেষ না দেখে ছাড়ছি না। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়ব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্ফোরক পোস্ট দেওয়ার আজ (মঙ্গলবার) দশম দিনে গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী পরীমনি। 

মামলার সর্বশেষ অগ্রগতি বিষয়ে গত রবিবার দুপুরে একটি গণমাধ্যমকে পরীমনি জানান, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।’ অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমার সঙ্গে এটি যায় না। বরং আমার সঙ্গেই অন্যায় করা হয়েছে।’

মামলার অগ্রগতি বিষয়ে নিয়মিত সাভার থানার সঙ্গে যোগাযোগ রাখছেন পরীমনি। তিনি বলেন, ‘বেশ কয়েকবার বাসায় এসেছে সাভার থানা-পুলিশ। কথা বলেছে। সময়-সময় ফোনেও যোগাযোগ রাখছে তারা। ঘটনা ঘটার দিন থেকেই আমি অসুস্থ। পরে জ্বর এসেছিল। তাই ফোনে বেশির ভাগ সময় আমার মামার সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ। দুই-তিন দিন ভুগলাম। এখন মোটামুটি সুস্থ। জ্বর চলে গেছে । তবে শরীর একটু দুর্বল আছে।’

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলা নিয়ে দেশজুড়েই আলোচনা চলছে। ১৬ জুন এই আলোচনায় নতুন উপাদান যোগ করেন ঢাকার অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল। তিনি বলেছেন, ৭ জুন রাতে ক্লাবে আসবাবপত্র ভাঙচুর করেছেন পরীমনি। এরই মধ্যে পরীমনির ক্লাবে প্রবেশ ও বের হওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে। ওই ক্লাবের বেশ কজন কর্মচারীও পরীমনির ভাঙচুরের বিষয়টি গণমাধ্যমের সামনে বলেছেন। তবে এই অভিযোগের জবাবে প্রথম দিনই পরীমনি জানিয়েছিলেন, এত দিন পরে এ ধরনের অভিযোগ মামলা ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়