Cvoice24.com

করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৩১ জুলাই ২০২১
করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী

গোটা দেশের পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। শোবিজ তারকাদের অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালের দুঃসংবাদ ছিল, করোনায় আক্রান্ত অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

এবার জানা গেছে এই মহামারিতে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শনিবার (৩১ জুলাই) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। 

ফারুকী লিখেছেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

নিজের শারীরিক অবস্থা বা আইসোলেশনে থেকে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি ফারুকী। অবশ্য করোনা টিকাও নিয়েছেন ফারুকী। এরপরও আক্রান্ত হলেন।

চারদিন আগে টিকা নেয়া প্রসঙ্গে এক স্ট্যাটাসে ফারুকী লিখেছিলেন, ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবেএকটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ। স্বাস্থ্য বিধি মেনে চলেন! ঘরে থাকেন! আর অবসরে লেডিজ অ্যান্ড জেন্টলমেন দেখতে পারেন!'

প্রসঙ্গত, চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'।

সর্বশেষ

পাঠকপ্রিয়