Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

পরীমনির রিমান্ড বিষয়ে দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৫ সেপ্টেম্বর ২০২১
পরীমনির রিমান্ড বিষয়ে দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট

হাইকোর্ট। ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের কারণ উল্লেখ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘নিম্ন আদালতের ২ বিচারক আমাদের আন্ডারমাইন করেছেন।’

হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের ব্যাখ্যায় বলেছেন— পরিস্থিতি বিবেচনায় তারা পরীমনির রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন। রিমান্ড মঞ্জুর করে অনিচ্ছাকৃত ভুল করে থাকলে তারা আদালতের কাছে ক্ষমাপ্রার্থী। তাদের ব্যাখ্যায় মনে হয়েছে তারা কোনো ভুল করেননি। তাদের ব্যাখ্যায় ২ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাদের আন্ডারমাইন করেছেন। আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট নই।’

আদালত তাদের কাছে আবারও ব্যাখ্যা চেয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফাকে আদালতে হাজির হয়ে কেন তিনি পরীমনির রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী জেড আই খান পান্না আদালতকে বলেন, ‘মেট্রোপলিটন ম্যাজিট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম হাইকোর্ট ও আপিল বিভাগকে তাদের ব্যাখ্যার মাধ্যমে আন্ডারমাইন করেছেন। পরীমনির রিমান্ড মঞ্জুর করে ভুল করেছেন সেই বিষয়টি তারা স্বীকার করেননি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়