Cvoice24.com

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, আবার বিয়ে করলেন ইভা রহমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ২০ সেপ্টেম্বর ২০২১
মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, আবার বিয়ে করলেন ইভা রহমান

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের তার স্ত্রী সঙ্গীতশিল্পী ইভা রহমানের বিচ্ছেদ হয়েছে। একইসঙ্গে ইভা রহমান নতুন সংসার জীবন শুরু করেছেন।

কণ্ঠশিল্পী ইভা রহমান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ইভা রহমানের স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’

এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারও নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়