Cvoice24.com

আসছে ‘লাল মোরগের ঝুঁটি’, বড় পর্দায় দেখার আহ্বান জ্যোতিকার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৩ নভেম্বর ২০২১
আসছে ‘লাল মোরগের ঝুঁটি’, বড় পর্দায় দেখার আহ্বান জ্যোতিকার

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবার মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। আগামী ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। অনেক বাধা-বিপত্তি, স্মৃতি, অপেক্ষা-প্রতীক্ষা পেরিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তি পাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত এই চলচ্চিত্রটি। এর আগে ৭ নভেম্বর সেন্সর পায় ছবিটি।

১০ ডিসেম্বর মুক্তি পাওয়ার বিষয়টি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘১০ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আমার অভিনীত ৯ম চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত, নির্মাতা-নুরুল আলম আতিক।’

তিনি লিখেন, ‘অনেক বাঁধা-বিপত্তি, স্মৃতি, অপেক্ষা-প্রতীক্ষা পেরিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগেরঝুঁটি’। আমি আশা করি, স্বাধীনতার ৫০বছর পূর্তির প্রাক্ষালে এই চলচ্চিত্র বাংলাদেশের মুক্তির ইতিহাসে দাগ রেখে যাবে।’

সিনেমাপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘বন্ধু, স্বজন, শুভাকাঙ্খী, সিনেমাপ্রেমী সবার প্রতি অনুরোধ আপনারা সকলে চলচ্চিত্রটি দেখতে মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং প্রচার প্রচারণায় অংশ নিবেন।’

জ্যোতিকা জ্যোতি আরও লিখেন, ‘১৫ বছরে এটি আমার ৯ম সিনেমা, অথচ চাইলে এটি হতে পারতো ৯০তম! কেন হলো না তার উত্তর হয়তো কিছুটা আমার সিনেমাগুলোতে আছে। আশা করি, লাল মোরগের ঝুঁটি দেখে আবারো আপনারা সেটা মেলাতে পারবেন।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, ‘আমি অনেকদিন পর্দায় নেই বলে যারা অনুযোগ করছিলেন তারা ১০ ডিসেম্বর বড় পর্দায় আমায় দেখে নিন, হল ভরিয়ে দিন। লাল মোরগের ঝুঁটির পুরো টিম অপেক্ষা করছে আপনাদের হলে দেখার জন্য। ধন্যবাদ।’

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন নাট্যকার-নির্মাতা মাতিয়া বানু শুকু। পান্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। নূরুল আলম আতিকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরীপুরের বিভিন্ন জায়গায় চলচ্চিত্রটির শুটিং হয় ২০১৬ সালে। 

এ ছবিরি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়