Cvoice24.com

পাওলির খোলামেলা ছবি পোস্ট করেন স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ২১ জানুয়ারি ২০২২
পাওলির খোলামেলা ছবি পোস্ট করেন স্বামী

নিজস্বতার জন্য পাওলি দামের জুড়ি মেলা ভার। বলিউডে ‘হেট স্টোরি’ সিনেমায় নিজেকে খোলসহীন রূপে উপস্থাপন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন পাওলি। শুধু বলিউড নয়, টালিউডেও পাওলিকে বহুবার সাহসী ভূমিকায় দেখা গেছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তো সবসময়ই তিনি ছিলেন খোলামেলা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মেলে প্রচুর খোলামেলা ছবির।

নতুন বছর উপলক্ষে কিছুদিন আগে কয়েকটি ছবি শেয়ার করেন পাওলি। যেখানে তাকে দেখা গেছে বোতাম খোলা শার্টে। বোল্ড ছবিগুলো নিয়ে হয়েছে বেশ আলোচনা। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় বিন্দুমাত্র নেই পাওলির।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে পাওলি দাম বলেন, খোলামেলা ছবিগুলোর মধ্য থেকে কোনটি ইনস্টাগ্রামে শেয়ার করবেন, সেটা তার স্বামীই পছন্দ করে দেন। সাম্প্রতিক ছবিগুলো নিয়ে অভিনেত্রীর ভাষ্য, এসব ছবি গত ডিসেম্বরে ফটোশুটের। নতুন বছরে ভাবলাম, ভক্তদের কী উপহার দিই? তখন ঠিক করি কয়েকটি ছবি পোস্ট করব। অনেক ছবি দিয়ে অর্জুনকে বসিয়ে দিয়েছিলাম। ওর মারাত্মক চোখ। কয়েকটি বেছে দিল। সেগুলোই পোস্ট করা হয়। পরে শুনলাম ছবিগুলো নিয়ে নাকি জোর চর্চা হচ্ছে। অর্জুন আমাকে এভাবেই এগিয়ে দেয়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়