Cvoice24.com

‘হাওয়া’র পূর্বাভাস, পোস্টারেই চমক দেখলো দর্শক

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২ এপ্রিল ২০২২
‘হাওয়া’র পূর্বাভাস, পোস্টারেই চমক দেখলো দর্শক

২০১৯ সালে শুরু হওয়া ‘হাওয়া’ সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির কোন খবর দেন নি নির্মাতা মেজবাউর রহমান সুমন। বাংলা সিনেমা নিয়ে যাদের আগ্রহ বেশি তাদের কাছে ‘হাওয়া’ কাঙ্ক্ষিত নাম হলেও এত দিনে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

তবে এপ্রিল মাসের প্রথম দিনই নির্মাতা প্রকাশ করলো ছবিটির দাপ্তরিক ডিজিটাল পোস্টার। যা দেখে দর্শক-সমালোচকদের দীর্ঘ অপেক্ষায় খানিক সান্ত্বনা জুটলো বটে। কারণ, পোস্টারেই অনুমেয়- বাংলা সিনেমার ফুটো পালে যুক্ত হচ্ছে নতুন হাওয়া।

১ এপ্রিল প্রকাশিত প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে চিৎ হয়ে আছেন লাল হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ! 

জানা গেছে, আসছে ঈদেই মুক্তির মিছিলে নাম লেখাতে যাচ্ছে ‘হাওয়া’।
   
পোস্টার প্রকাশ ও মুক্তি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘‘কোভিডের কারণে গত কয়েক বছরে আমাদের জীবনে অনেক ছন্দপতন ঘটেছে। অর্থনীতির চাকা থেকে শিল্পের চাকা, সব ক্ষেত্রেই স্থবিরতা নেমে এসেছে। সেই চাকা নতুন করে আবার সচল হতে শুরু করেছে। এখন শুধু প্রয়োজন দর্শকদের সাবলীল অংশগ্রহণ। অনেক আগেই আমাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র কাজ শেষ হয়েছে। আজ প্রকাশ হলো পোস্টার। এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি। অচিরেই ছবিটি মুক্তি পাবে।’’

চঞ্চল চৌধুরী বলেন, ‘এটা আমার প্রাণের ছবি।’

২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে ছবিটির শুটিং হয় গভীর সমুদ্রে। ছবিটির গল্প সম্পর্কে পরিচালক তখন জানিয়েছিলেন, সিনেমাটি জেলেদের জীবনের দুঃখ–দুর্দশার ছবি নয়। জেলেদের জীবনের সংগ্রামের গল্প নয়। এটা আধুনিক রূপকথার গল্প। সমুদ্রের জীবনের গল্পের ভেতর দিয়ে একটা হাইপাররিয়্যালিটির গল্প বলতে চাই, যার মধ্যে গল্প বলার ক্ষেত্রে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা দেখাতে চাই আধুনিক রূপকথা কিংবা প্রতিশোধের গল্প। এটাই মূল কথা।

মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন নিজে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গান বানিয়েছেন ইমন চৌধুরী। প্রকাশিত পোস্টারটি ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী। 

সিভয়েস/এএ


 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়