স্বামীর সঙ্গে হজ পালনে সাবেক বলিউড অভিনেত্রী সানা খান
বিনোদন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশে স্বামী মুফতি আনাসের সঙ্গে পবিত্র নগরী মক্কায় সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। হজ পালনের স্বপ্ন পূরণে ভীষণ আনন্দিত সানা। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি ভক্তদের জানান।
ভিডিওতে ‘ওয়াজা তুম হো’ খ্যাত এই অভিনেত্রী ইনস্টাগ্রাম ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার কাছে এই মুহূর্তের আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করুন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও এটিই হবে আমার প্রথম হজ আর আমার স্বামীর দ্বিতীয়।’
গত বছরের নভেম্বরে বিবাহবার্ষিকীর দিন স্বামী মুফতি সৈয়দ আনাসের কাছে হজ করার ইচ্ছাপোষণ করেন সানা। এবার তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
তিনি বলেছেন, ‘আমি সীমাহীন আনন্দিত। কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাব।’
সানা খানের হজযাত্রার ছবি-ভিডিও দেখে মুগ্ধ অনুসারীরা। সবাই তার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
বছর দুয়েক আগেও তিনি ছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। কিন্তু হঠাৎ ছেড়ে দেন বিনোদনের ঝলমলে জগত। এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। কেবল সংসারী নয়, বলিউডকে বিদায় জানিয়ে একেবারে ইসলামী পথ বেছে নেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।