ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে যাচ্ছে নতুন পালক। এর মাধ্যমে তিনি গড়তে যাচ্ছেন এক ইতিহাসও। ১৮ ডিসেম্বর বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি।
কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। শিগগিরবই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
জানা গেছে, কাতার বিশ্বকাপে দীপিকা যাচ্ছেন সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে নয়, বরং বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।
দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং করে ফিরতে। ছবিটিতে প্রথমবারের মতো ঋত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা ‘পাঠান’ মুক্তির পর ‘ফাইটার’র দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি।
মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার ‘প্রজেক্ট কে’। বিগ বাজেটের এই সিনেমায় আরো আছেন প্রভাস ও দিশা পাটানি। এ ছাড়া হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়াও শাহরুখ খানের ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।