Cvoice24.com

সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২০ জানুয়ারি ২০২৩
সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না: প্রিয়াঙ্কা

শারীরিক গঠন ঠিক রাখা এবং মাতৃত্বকালীন কষ্ট এড়াতে আর্থিকভাবে স্বচ্ছল মানুষের মধ্যে সারোগেসি এখন আর অপ্রচলিত নেই। অন্যদিকে বন্ধ্যাত্বের বাধা পেরিয়ে মাতৃত্বের স্বাদ পেতেও ভরসা সারোগেসি। বর্তমানে সমগ্র বিশ্বজুড়েই সারোগেসি হঠাৎই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সারোগেসির মাধ্যমে মেয়ে মালতীকে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

সম্প্রতি এই অভিনেত্রী তাঁর মেয়ের সঙ্গে ফটোশুট করিয়েছেন। এই প্রথম মেয়েকে নিয়ে ফটোশুট করলেন প্রিয়াঙ্কা। আর তিনি সারোগেসি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানেই জানান জন্ম জন্ম দেয়ার সক্ষমতা তার ছিল না তাই এই পদ্ধতিতে মা হয়েছেন তিনি।

ভোগ ম্যাগাজিনের জন্য প্রিয়াঙ্কা মেয়ে মালতীর সঙ্গে ফটোশুট করেছেন। তবে এই ফটোশুটেরও মেয়ের মুখ দেখাননি তিনি। সাক্ষাৎকারে মালতীর জন্ম নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, ‘মালতী জন্মানোর সময় অপারেটিং রুমে ছিলাম। সে আমার হাতের তালুর থেকেও ছোটো ছিল। আমি দেখেছি ইনসেনটিভ কেয়ারের নার্সরা কীভাবে খেয়াল রাখেন, তাঁরা একেকজন মহামানব।’

এ ছাড়া সাবেক এই বিশ্বসুন্দরী সারোগেসির কেন সাহায্য নিয়েছেন, সে কথাও অকপটে জানিয়েছেন। প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার নানান শারীরিক জটিলতা আছে। আর তাই নিজের সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না। তাই বাচ্চার ব্যাপারে ভাবনাচিন্তা করতে গেলে সারোগেসির বাইরে আমাদের উপায় ছিল না। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। কারণ, এ ব্যাপারে আমি সুযোগ পেয়েছিলাম। আর আমি আমার সারোগেটের কাছে কৃতজ্ঞ, তিনি ছয় মাস ধরে আমাদের এই অমূল্য উপহারের খেয়াল রেখেছেন।’

প্রিয়াঙ্কা এই সাক্ষাৎকারে দুখের সঙ্গে জানিয়েছেন যে মালতী জন্মানোর পর তাঁর বিরুদ্ধে ‘প্রেগনেন্সি আউটসোর্স’ করার অভিযোগ উঠেছে। অনেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে ‘গর্ভ ভাড়া’ দেওয়া আর ‘রেডিমেড বেবি’ আনার অভিযোগ পর্যন্ত এনেছে। প্রিয়াঙ্কা কী এ ধরনের প্রতিক্রিয়ার কোনোভাবে আশা করেছিলেন, জবাবে তিনি বলেছেন, ‘মানুষ যখন আমার ব্যাপারে কথা বলে, তখন আমি আরও নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলি।’

২০১৮ সালে প্রিয়াঙ্কা মার্কিন পপতারকা নিক জোনাসকে বিয়ে করেছিলেন। গত বছর জানুয়ারিতে প্রিয়াঙ্কার কোল আলো করে এসেছে মালতী। প্রিয়াঙ্কার আগে প্রীতি জিনতা, শিল্পা শেঠি, শাহরুখ খান, আমির খানের মত বড় মাপের বলিউড তারকারা এই পদ্ধতির আশ্রয় নিয়ে বাবা-মা হয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়