Cvoice24.com

কানাডায় সড়ক দুর্ঘটনা/ নিবিড়ের অবস্থা এখনো অপরিবর্তিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ৭ মার্চ ২০২৩
নিবিড়ের অবস্থা এখনো অপরিবর্তিত

শিল্পী কুমার বিশ্বজিত ও তার ছেলে নিবিড়

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা এখনো অপরিবর্তিত। ১৩ ফেব্রুয়ারি দেশটির টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

এতে নিবিড়ের তিন বন্ধু শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত মারা যায়। পরে উদ্ধার করে নিবিড়কে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। যেখানে এখনো রয়েছেন নিবিড়। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে স্ত্রীসহ কানাডায় ছুটে যান কুমার বিশ্বজিৎ।

এর পর থেকে কুমার বিশ্বজিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সংগীতশিল্পী কিশোর দাস। তিনি জানান, নিবিড়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনও ভর্তি আছেন টরন্টোর হাসপাতালে। মাঝে শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। এরপর থেকে আগের অবস্থানেই আছে নিবিড়। রবিবার স্যারের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে কথা হয়েছে। কোনো সুসংবাদ দিতে পারেনি।

সংগীতশিল্পী কিশোর আরও বলেন, ‘স্যারের সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। আশায় থাকি নিবিড়ের ভালো হওয়ার সংবাদটা শোনার। জানি না, আগামীতে কী হবে? সবাই স্যার ও তার সন্তানের জন্য প্রার্থনা করবেন।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়