Cvoice24.com

না ফেরার দেশে সমরেশ মজুমদার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ৮ মে ২০২৩
না ফেরার দেশে সমরেশ মজুমদার

সমরেশ মজুমদার।

বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার কলকাতার স্থানীয় সময় পৌনে ৬টা নাগাদ বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

জানা গেছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করানো হয়েছিল সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী এই সাহিত্যিককে। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়