Cvoice24.com

নারী আসক্ত রাজ, হাতে নাতে ধরাও পড়েছেন কয়েকবার!

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৩
নারী আসক্ত রাজ, হাতে নাতে ধরাও পড়েছেন কয়েকবার!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাজের একটি ছবি।

‘নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরী। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’— বুধবার রাজ-পরীর বিচ্ছেদের খবরে গণমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন পরীর আইনজীবী মো. শাহীনুজ্জামান। তিনি বলেছেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরী তাকে ডিভোর্স দিয়েছেন। 

এদিকে বিষয়টি নিয়ে পরী কিছু না জানালেও মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। এবার অবশ্য শেষ রক্ষা হলো না। 

অবশেষে বিচ্ছেদেই রূপ নিলো তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির সংসার।  রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন পরী। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। 

অনেকদিন ধরেই আলাদা বসবাস করছিলেন তারা । বাকি ছিল কেবল কাগজ-কলমে আনুষ্ঠানিকতা। এবার সেটাও সেরে নিলেন। 

সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে। 

এ বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরী মণির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এরপর থেকে তারা আলাদা থাকছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: