Cvoice24.com

‘তুফানে’ শাকিব খানের দাম বেড়ে আগুন 

সিভয়েস২৪ ডেস্ক
১৪:২৩, ৭ জুলাই ২০২৪
‘তুফানে’ শাকিব খানের দাম বেড়ে আগুন 

ঢাকাই ছবির নায়কদের মধ্যে বর্তমান সময়ে সেরাদের সেরা শাকিব খান! এর মধ্যে চলতি বছরে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন দেশ ছাপিয়ে বিশ্বে। তিনিই যখন সেরাদের সেরা, তখন  নিজের পারিশ্রমিক বাড়াতেই পারেন। তবে শোনা যাচ্ছে ঢালিউড বাদশা এবার পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ করেছেন।

জানা গেছে, এর আগে আগের বছরগুলোতে  সিনেমা প্রতি ৪০ থেকে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান। তবে ‘প্রিয়তমা’ সিনেমা দর্শকনন্দিত হওয়ার পর থেকে পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি টাকা! সর্বশেষ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ও ‘তুফান’ সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। 

নির্মাতা রায়হান রাফি পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে দাপটের সাথে চলছে।  এ সিনেমায় শাকিব খান ও চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

এদিকে দেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘তুফান’ সাফল্যের পর পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড বাদশা শাকিব খান। এখন থেকে তিনি সিনেমার জন্য ২ কোটি পারিশ্রমিক নেবেন। তবে পারিশ্রমিক বৃদ্ধি করে দুই কোটি টাকা নেওয়া প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি বর্তমান সময়ে দেশের সেরাদের সেরা এই অভিনেতা।