Cvoice24.com

ব্রাজিলের বিদায়ে হতাশ মিশা 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ৭ জুলাই ২০২৪
ব্রাজিলের বিদায়ে হতাশ মিশা 

কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দলটির হারে হতাশ দেশ-বিদেশের কোটি কোটি ব্রাজিল ভক্ত-সমর্থকরা। এর ঢেউ আচড়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। সে তালিকায় একজন ঢাকাই সিনেমার খলনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। ফুটবলে তিনি ব্রাজিল দলকে সমর্থন করেন। রবিবার সকাল সাতটায় ম্যাচটি দেখতে বসেন মিশা সওদাগর। গোলশূন্য ম্যাচটি শেষমেশ ট্রাইবেকারে গড়ালে সেলেসাওদের দুটি ভুল শটে দাঁড়ার ওপর স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। এমন পারফরমেন্সে রীতিমতো এ অভিনেতা হতাশ ও ক্ষুব্ধ। 

তাইতো ম্যাচ হারার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি যুক্ত করে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে সমালোচনা করেন মিশা সওদাগর। নিজের হতাশা প্রকাশ করে মিশা লেখেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার ॥কিন্তু আজকে ব্রাজিল যে খেলা খেললো বা গোটা টুর্নামেন্ট এই যে খেলা !!!!!সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না ॥ যত ভালো প্লেয়ারই থাকুক না কেন ????শুভকামনা নতুন কোন চ্যাম্পিয়নের জন্য।’ 

সঙ্গে হলুদ টি-শার্টে নিজের একটি স্থিরচিত্রও জুড়ে দেন ঢালিউডের এই খলনায়ক।

পোস্টটি শেয়ার করতেই মিশার কমেন্ট বক্স ভক্ত-অনুরাগীদের বিভিন্ন মন্তব্য ভরে যেতে শুরু করে। অনেকে তাকে সান্ত্বনা জানাচ্ছে আবার কেউ কেউ আর্জেন্টিনার তুলনা দিয়ে দিচ্ছে খোঁচা। 

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি দুর্বল ছিলেন মিশা সওদাগর। সময় পেলেই খেলতেন তিনি। আর সে সময় জনপ্রিয় খেলা ফুটবল ছাড়া আর তেমন কিছু খেলতেন না মিশা। সে হিসেবে ফুটবলে তার প্রিয় দল ব্রাজিল। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে একটি মিউজিক ভিডিওতে নাচের জন্য কাজের অফার পেয়েছিলেন তিনি। মিউজিক ভিডিওটি ব্রাজিল সমর্থকদের জন্য নির্মিত হবে বলে সেই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি এই অভিনেতা।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: