আমি মারা যাইনি, জীবিত আছি : রুবেল
সিভয়েস২৪ ডেস্ক
জনপ্রিয় ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে যা অনেকেই শেয়ার করেছেন।
এমন ভয়ংকর ভুল তথ্যটি প্রসঙ্গে গণমাধ্যমে চিত্রনায়ক রুবেলের ভাষ্য, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কি না। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনো ভালো আছি, সুস্থ আছি।’
এ ব্যাপারে শুক্রবার দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেল বলেন, ‘বৃহস্পতিবার ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। যা অনেকেই শেয়ার করেছেন। এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল। এজন্য দু’দিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি।’
অভিনেতা আরও বলেন, বিভিন্ন দেশ থেকে অনেকে ফোন দিয়ে শুধু জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। আমার স্ত্রীকেও আত্মীয়-স্বজনরা ফোন দিয়ে একই প্রশ্ন করছেন। কেউ বলছেন, দুলাভাই কেমন আছেন। আবার কেউ বলছেন, ভাই-মামা-কাকা কেমন আছেন। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদগ্রীব। তবে সবাইকে বলছি, আমি সুস্থ আছি, জীবিত আছি।
এদিকে, চলমান ইস্যুতে রাজধানী ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন চিত্রনায়ক রুবেল। বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না তিনি। এ ব্যাপারে রুবেল বলেন, আসলে এ ধরনের গুজব ছড়িয়ে দেয়া কাঙ্ক্ষিত নয়। এ নিয়ে পরিবারের সব সদস্যরাই চিন্তিত থাকেন। আমি ভালো আছি, আর বাসাতেই আছি।
প্রসঙ্গত, বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রুবেলের। জীবনের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। ব্যবসায়িকভাবে তুমুল সফল হয় এ ছবিটি। এরপর একের পর এক ছবি করে গেছেন। ‘বীর পুরুষ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘মুখোশ’সহ প্রায় আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া জনপ্রিয় চিত্রনায়ক রুবেল।