এবার দেবের নায়িকা ফারিণ
সিভয়েস২৪ ডেস্ক
আবারও কলকাতার সিনেমায় কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর অভিনেত্রীর বিপরীতে থাকছেন ‘প্রজাপতি’ সিনেমার জনপ্রিয় জুটি পশ্চিমবঙ্গের নায়ক দীপক অধিকারী দেব ও মিঠুন চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সেখানে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে। তবে সিনেমার কাহিনি খোলাসা করতে চাইলেন না নির্মাতারা।
তবে পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘সিনেমার গল্প চূড়ান্ত। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছি আমরা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায় চৌধুরী।’
ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘তাসনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম।’
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের সুবাদে ঢাকার পাশাপাশি কলকাতার দর্শকদের কাছেও ফারিণ পরিচিত। অতনু ঘোষের সিনেমা ‘আরও এক পৃথিবী’তে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ এ সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।দেশেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তির অপেক্ষায় তার শর্ট ফিল্ম ‘একটি খোলা জানালা’।