Cvoice24.com

‘তুফান’ এবার মালয়েশিয়ায় 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ১৯ আগস্ট ২০২৪
‘তুফান’ এবার মালয়েশিয়ায় 

গেল ঈদুল আজহাতে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত সিনেমা ‘তুফান’ । ঢাকা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য মাতায়। এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে। 

শুক্রবার (২৩ আগস্ট) দেশটির বাংলাদেশী কমিউনিটির বসতি এলাকার প্রায় ১৫ টির মতো থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশটিতে ‘তুফান’ মুক্তি দিচ্ছে জেটিজি এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অর্নিল রাব্বী জানান, ২ আগস্ট মালয়েশিয়া মুক্তির কথা ছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তখন চরম উত্তপ্ত ছিল। প্রবাসীরাও দেশ নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে তখন মুক্তি স্থগিত করা হয়।

রাব্বী জানান, দেশের অবস্থা এখন অনেকটা স্বাভাবিক। প্রবাসীরাও স্বস্তিতে আছেন। এ কারণে ২৩ আগস্ট মুক্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 
মালয়েশিয়ার মুক্তির জন্য বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছি। এখানে দর্শকরা শাকিব ভাইয়ের ছবির দেখার জন্য অনেক ক্রেজি। এখনাকার দর্শকরা ‘তুফান’ দেখার জন্য অধীর অপেক্ষা করছেন। আমরা আশা করছি, মালয়েশিয়া থেকে অনেক ভালো রেসপন্স পাবো।

ছবিটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েতসহ অনেকে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: