ইউএস বাংলা মেলা
ফ্লোরিডা মাতাবেন কুমার বিশ্বজিৎ, জেফার
সিভয়েস২৪ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস বাংলা মেলা।
আগামী ২১ সেপ্টেম্বর দিনব্যাপী মেলায় দক্ষিণ ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের কোয়ায়েট ওয়াটার্স পার্কের মঞ্চ মাতাবেন বাংলা গানের কিংবদন্তি কুমার বিশ্বজিৎ আর তারুণ্যের আইকন কণ্ঠশিল্পী জেফার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় সাংবাদিক শামীম আল আমিন।
মেলা আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চাকলাদার বলেন, ‘এর আগে আমাদের যতগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলোর প্রত্যেকটিতে প্রবেশ মূল্য ছিল কিন্তু এবার প্রবাসী বাঙালিদের সুবিধার্থে আমরা উন্মুক্ত পার্কে বিনা ফিতে অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করেছি। কুমার বিশ্বজিতের মতো কিংবদন্তি এবং জেফারের মতো তরুণ প্রজন্মের শিল্পী প্রবীণ-নবীন সকলকে আনন্দ দেবে আশা করি।’
মেলায় বাঙালি রসনার একাধিক খাবার ও পোশাকের স্টল থাকবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাটাইমস৩৬০।