Cvoice24.com

বন্যার্তদের পাশে দাঁড়ান : মম ও বাঁধন

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ২৩ আগস্ট ২০২৪
বন্যার্তদের পাশে দাঁড়ান : মম ও বাঁধন

টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় যে যার মতো করে সংগঠিত হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তা থেকে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। এই দুর্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন তারা। এরই অংশ হিসেবে বন্যার্তদের এবার পোশাক পাঠিয়ে সাহায্য করার আহ্বান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।

শুক্রবার (২৩ আগস্ট) বাঁধন ও মম দুজনেই তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক হ্যান্ডেল থেকে একই পোস্ট শেয়ার করেছেন। যেখানে অব্যবহৃত পোশাক পাঠানোর জন্য আহ্বান করেছেন তারা।

জাকিয়া বারি মম লিখেন ‘বন্যার্তদের জন্য এখন সব কিছুর পাশাপাশি লাগবে পরনের পোশাক। আপনার আলমারির অব্যবহৃত পোশাকটি তাদের জন্য পাঠাতে পারে, মানুষের উপকার হবে...’

তিনি আরও লিখেন, ‘আমি দিচ্ছি আমার পোশাক, আর আপনিও চেষ্টা করুন। বাচ্চাদের কাপড় থাকলে তাও দিতে চেষ্টা করুন প্লিজ ‘ 

অন্যদিকে আজমেরী হক বাঁধন লিখেন, ‘বন্যার্তদের জন্য এখন সব কিছুর পাশাপাশি লাগবে পরনের পোশাক। আপনার আলমারির অব্যবহৃত পোশাকটি চলে যাক তাদের কাছে- যাদের এখন সবচেয়ে বেশি দরকার। আমি দিচ্ছি আমার পোশাক, আর আপনি?’।

এরপর দুজনেই রাজধানীর নিকেতন এলাকার একটি ঠিকানা ও ফোন নম্বর যুক্ত করা হয়েছে পোস্টটিতে। সেই ঠিকানাতেই পোশাক পাঠাতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, পোশাক সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি মূলত নেয়া হয়েছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের’ পক্ষ থেকে। দেশের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় আবারও মানুষের প্রয়োজনে এগিয়ে এলো শিল্পী সমাজ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: