ত্রাণ নিয়ে নিজ জেলায় নায়িকা বুবলী
সিভয়েস২৪ ডেস্ক
দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন। এই তালিকায় বাদ যায়নি শোবিজ অঙ্গনও। তাদেরই একজন চিত্রনায়িকা শবনম বুবলী।
শবনম বুবলী নোয়াখালীর মেয়ে। বন্যায় যখন নিজ এলাকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, ঠিক সেই সময় ত্রাণসামগ্রী নিয়ে এলাকায় ছুটে গেলেন তিনি। বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নোয়াখালীর বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘বসগিরি’ খ্যাত এ নায়িকা।
২৯ আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলী। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবিও আপলোড করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’
বুবলী আরও লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এরপরই অভিনেত্রী লেখেন, ‘বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়।’
সবশেষে বুবলী লেখেন, ‘আসুন বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিতে সবাই মিলে সহযোগিতা করি।’
উল্লেখ্য, ঢালিউডে আট বছরের অভিনয়জীবন পার হতে চলছে শবনম বুবলীর। অভিনয়ে আসার আগে বুবলী একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠকের কাজ করতেন। তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর কর্মরত ছিলেন।