Cvoice24.com

প্রথম সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ বলিউড অভিনেত্রী

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর-দীপিকা।

এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। সবুজ বেনারসিতে অসাধারণ লাগছিল তাঁকে দেখতে।

এর পরদিন শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এ দম্পতিকে। পাপারাৎজিদের ক্যামেরায় সেটা ধরাও পড়েছিল। তারপরেই মা হওয়ার গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল

যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। এর পরদিনই সন্তান এল দীপিকার কোলে।

শোনা যাচ্ছে, সন্তানের দেখভাল করার জন্য অভিনয় থেকে আপাতত বিরতিতে যাচ্ছেন দীপিকা। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা করে এই দম্পতি জানান তাঁদের প্রথম সন্তান আসার খবর।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: