Cvoice24.com

মালাইকা আরোরার বাবার অস্বাভাবিক মৃত্যু

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৪
মালাইকা আরোরার বাবার অস্বাভাবিক মৃত্যু

বলিউড অভিনেত্রী মালাইকার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দেন তিনি। 

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে, মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন তিনি। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এমনকি কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এ ঘটনায় মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মালাইকা ছিলেন পুণেতে। খবর পেয়ে রওনা দিয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন তার বাড়ির অন্য সদস্যরা।

এদিকে মালাইকার পাশে আছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন তিনি। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই বিবাহ বিচ্ছেদ হয় তাদের বাবা-মায়ের। মালাইকা ও অমৃতা মা জোসির কাছেই বড় হয়েছেন। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

গ্রাজিয়া ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘আমার একটি দুর্দান্ত শৈশব ছিল, তবে এটি সহজ ছিল না। এক কথায় বলতে গেলে বলব- অশান্ত। কিন্তু কঠিন সময়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়।’

‘আমার বাবা-মায়ের বিচ্ছেদ আমাকে একটি নতুন ও অনন্য লেন্সের মাধ্যমে আমার মাকে পর্যবেক্ষণ করতে সাহায্য করেছিল। সেই প্রাথমিক পাঠগুলোই আমার জীবন ও পেশাগত যাত্রার ভিত্তি। আমি স্বাধীনচেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দেই, এবং নিজের শর্তে জীবনযাপন করি।’

২০২২ সালে, মালাইকা একটি সাক্ষাৎকারে কেবল তার ‘আশ্চর্যজনক’ শৈশব সম্পর্কেই নয় বরং তার জীবনের প্রথম বছরগুলিতে কীভাবে তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, সে সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি স্মৃতিচারণ করেছিলেন যে, কীভাবে তাঁর যখন মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মার বিবাহবিচ্ছেদ হয়েছিল।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: