গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি!
সিভয়েস২৪ ডেস্ক
দেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেবল হুমকি নয়, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পরিচয় দিয়ে এই গায়িকার কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি হাতিয়ে নিয়েছে। এ ছাড়া ডার্ক ওয়েবে তার ছবি ছড়িয়ে দেয়ারও হুমকিও দেয় ওই প্রতারক চক্র।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, দুর্বৃত্তরা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে সুনিধি সংবাদমাধ্যমে জানান, কর্মক্ষেত্রের কারণে ভারতের পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। ১১ সেপ্টেম্বর, বুধবার একাই বাড়িতে ছিলেন। আর তখনই তার চোখে পড়ে বাইরে কিছু অপরিচিত মানুষ বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। সুনিধির কাছ থেকে আরও জানা যায়, এরপরই তার কাছে একটি ভিডিও কল আসে। আর তখনই তাকে দেয়া হয় হত্যার হুমকি। গায়িকার বেশকিছু ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেয়ারও হুমকি দেন প্রতারকরা।
ভিডিও কলে সুনিধিকে বলা হয়, তিনি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে বিশাল অংকের আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। তাই তাকে গ্রেপ্তার করবে সিবিআই পুলিশ। এরপরই প্রতারকরা আলাপের এক পর্যায় সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন। খুনের হুমকি পাওয়ার পাশাপাশি গায়িকার ফোন হ্যাক হয়েছে বলে দাবি সুনিধির। আর তাই ফোনের গ্যালারি থেকে ছবি হ্যাক করে তা ডার্ক ওয়েবে ছড়িয়ে দেয়ার কথা বললে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
এরপর ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাধ্য হয়ে দুর্বৃত্তদের কাছে ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। টাকা পেয়েই দুষ্কৃতিরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারার সঙ্গে সঙ্গেই গভীর রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনিধি।
শিল্পী সুনিধি আরও বলেন, আমি গত তিন দিন ধরে খুব ভয়ে আছি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি প্রতারকদের শাস্তি চাই। আমার টাকা ফেরত চাই। সেই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চাই।
প্রসঙ্গত, সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক ভারতের পশ্চিমবঙ্গের পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী।