Cvoice24.com

মা হারালেন সংগীতশিল্পী আদনান সামি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৮ অক্টোবর ২০২৪
মা হারালেন সংগীতশিল্পী আদনান সামি

ভারতীয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরীন সামি খান মারা গেছেন। সোমবার (৭ অক্টোবর) দুঃসংবাদটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন গায়ক নিজেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 

সোমবার (৭ অক্টোবর) নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লিখেছেন, ‘সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মা বেগম নওরীন সামি খান মারা গেছেন। আকস্মিক এ ঘটনায় আমরা ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি।’

মায়ের জন্য দোয়া চেয়ে আদনান সামি লেখেন, ‘অসম্ভব রকমের একজন ভদ্র মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

এদিকে আদনান সামির মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর এ গায়কের পোস্টে মন্তব্য তার ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ বলিউডে ‘ভর দো ঝোলি মেরি’ গান গেয়েছিলেন গায়ক। যা ২০১৫ সালে সালমান খানের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এ সুপারহিট হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: