নতুন অধ্যায় শুরু শবনম ফারিয়ার
সিভয়েস২৪ ডেস্ক
নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ছোট পর্দার মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার। এবার এ অভিনেত্রীকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠান শো’ হা-শো’র বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।
তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।
নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া। শবনম ফারিয়া সমকালকে বলেন, ‘এবারই এমন কোনো অনুষ্ঠানের বিচারকের আসনে বসছি। সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। এই অনুষ্ঠানটি ব্যাক্তিগতভাবে আমারও ভীষণ ভালো লাগে। আবার বাড়তি পাওনা হিসেবে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’
প্রসঙ্গত, গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও। এর মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে এক নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।
ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।