চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার
শো-রুম উদ্বোধনে ‘বাধার’ মুখে মেহজাবীন
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ‘বাধার’ মুখে পড়ে শো-রুম উদ্বোধনে অংশ নিতে পারলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল চট্টগ্রামের মেয়ে মেহজাবীনের। এর আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে।
শো-রুম উদ্বোধনে অংশ নিতে মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে এসেছেন। পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, `Only Chittaingaas can relate'.
শো রুম উদ্বোধন অনুষ্ঠানে আসা মোহাম্মদ ওসমান নামে একজন অতিথি সিভয়েস২৪’কে বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে শুনেছিলাম। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি। উনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’
এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন সিভয়েস২৪’কে বলেন, ‘পলিটিক্যাল প্রবলেমের কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।’
কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারবো না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’
নিজ শহরে শো-রুম উদ্বোধন করতে এসেও অনুষ্ঠানস্থলে না আসার কারণ জানতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
যদিও এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
এদিকে একই বিষয়ে জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব সিভয়েস২৪’কে বলেন, ‘আমাকে খুকি লাইফ স্টাইল দাওয়াত দিয়েছিলো। আমার কাজ ছিল তাই আমি যেতে পারিনি। তবে বাধার মুখে পড়ে মেহজাবীন উদ্বোধন করতে পারেননি-এ বিষয়ে কিছুই জানি না।’
ঘটনাটিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে এ ব্যবসায়ী বলেন, ‘এটা তো বুঝলাম না। এখানে কী অসুবিধা! শো-রুম উদ্বোধনে আসছে তো অসুবিধাটা কোথায়? আমি সাবেক সাধারণ সম্পাদক। দায়িত্ব ছেড়ে দিয়েছি এক বছর হয়ে গেছে। তাই পুরো ঘটনাটা জানা নেই।’