রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন করতে না পারা নিয়ে যা বললেন মেহজাবীন
নিউজ ডেস্ক, সিভয়েস২৪
নিজ শহর চট্টগ্রামে এসেও শো-রুম উদ্বোধনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজার আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে এসেছিলেন। তবে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে ওই শো-রুম আর উদ্বোধন করতে পারেনি তিনি।
এদিন গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেও রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে পোস্ট দিয়ে অনুষ্ঠানে অংশ নিতে না পারার কারণ জানান দেন মেহজাবীন।
ওই অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছিলেন জানিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’
নিরাপত্তার অভাবে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরো লিখেন, ‘আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’