অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সিভয়েস২৪ ডেস্ক
অভিনেত্রী শমী কায়সারকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে তাঁকে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।’
শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।
অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন শমী কায়সার ই-ক্যাবের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।