Cvoice24.com

আবারও এক সঙ্গে জোভান-মেহজাবীন

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ৮ নভেম্বর ২০২৪
আবারও এক সঙ্গে জোভান-মেহজাবীন

লম্বা বিরতির পর আবার এক হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-জোভান জুটি। সঙ্গে প্রবীর রায় চৌধুরী। গেল ৭ নভেম্বর সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এই ঘোষণা দিয়েছে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

নাটকের বিষয়ে মেহজাবীন গণমাধ্যমকে জানান, আগামী ভালোবাসা দিবসে তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শকদের থেকে ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের সময় যে ভালোবাসা পেয়েছিলেন এবারও সমান ভালোবাসা পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

প্রবীর রায় চৌধুরীর ভাষ্য, ‘আশা করি, এবারের কাজটিও দর্শকদের ভালো লাগবে। চার বছর পরে নতুন করে বেস্ট ফ্রেন্ড আসছে। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।’

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নাটকের জন্য আলাদাভাবে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রবীর রায় চৌধুরী সঙ্গে ২০১৮ সালে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে প্রথমবারের মতো কাজ করেছিলেন তিনি। নাটকটি দর্শক মহলে বেশ আলোচিত হয়েছিল। এ নাটকে মেহজাবীনের বিপরীতে ছিলেন জোভান। এরপর ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ দুটি নাটক বানান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: