Cvoice24.com

বিমানবন্দরে সহযোগীসহ ধরা, ৬৩ ভরি সোনা জব্দ
অভিনেত্রী অনামিকার ঘন ঘন মধ্যপ্রাচ্যে আসা-যাওয়া, নেপথ্যে চোরাচালান!

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ৭ ডিসেম্বর ২০২৪
অভিনেত্রী অনামিকার ঘন ঘন মধ্যপ্রাচ্যে আসা-যাওয়া, নেপথ্যে চোরাচালান!

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনামিকা জুথী নামে এক অভিনেত্রী এবং তার সঙ্গে থাকা মোহাম্মদ রায়হান ইকবাল নামে আরেক যাত্রীর কাছ থেকে প্রায় ৬৩ ভরি (৭৩৩ গ্রাম) সোনা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে চট্টগ্রামে আসা বিমানের BG-148 ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকারগুলো জব্দ করেন এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। 

জানা গেছে, মোহাম্মদ রায়হান ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ গহিরা এলাকায়। আর অনামিকা জুথী রাজধানীর মিরপুরের বাসিন্দা। তারা দুজন প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ (২৪ ক্যারেটের ৫৪৩ গ্রাম এবং ২২ ক্যারেটের ১৯০ গ্রাম) স্বর্ণালংকারসহ মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রী অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

তিনি আরও জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর BG-148 ফ্লাইটি (দুবাই-চট্রগ্রাম-ঢাকা) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছে থাকা স্বর্ণগুলো জব্দ করা হয়। 

তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের কাছে তাদের হস্তান্তর করে একই বিমানে ঢাকা পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে— জানান এই কর্মকর্তা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: